উয়েফা নেশনস লিগ
রোনালদোকে সাক্ষী রেখে 'সিউ' উদযাপনে রাসমুস হয়লুন্দ

ক্রিস্টিয়ানো রোনালদো মাঠেই উপস্থিত ছিলেন। তার দল পর্তুগালের বিপক্ষে উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনাল ম্যাচটি জিতে নিল ডেনমার্ক। ডেনমার্কের পক্ষে একমাত্র গোলটি করলেন রাসমুস হয়লুন্দ।
বৃহস্পতিবার (২১ মার্চ) রাতে কোপেনহেগেন স্টেডিয়ামে এই গোলের পর ঘটে গেছে আরও এক কাণ্ড। হয়লুন্দ মাতলেন উদযাপনে, আর উদযাপনটি ছিল প্রতিপক্ষ রোনালদোর ট্রেডমার্ক ‘সিউ’- যা রোনালদো কেবল দেখেই গেলেন এদিন।
প্রথম লেগের কোয়ার্টার ফাইনাল ম্যাচটি হার নিয়ে মাঠ ছেড়েছে পর্তুগাল। মায়চের ৭৮ মিনিটের ঘটনা। রাসমুস হয়লুন্দ গোলটি করে তার ‘আদর্শ’ রোনালদোকে যেন উপহার দিলেন। তার ভাষ্যটা ম্যাচ শেষে এমনই ছিল। এই উদযাপনে কোনো উপহাস ছিল না, যা পরিস্কার করেছেন তিনি নিজেই।
হয়লুন্দ বেঞ্চেই বসে ছিলেন। মাঠে নেমে ৭৮ মিনিটে রাইট উইঙ্গার আন্দ্রেস স্কোভ ওলসেনের ক্রস থেকে গোলটি পেয়ে যান তিনি।
ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা এই স্ট্রাইকার রোনালদোকে নিজের আদর্শ মানেন। রোনালদোর জন্যই ফুটবলের প্রতি ভালোবাসা অনুভব করেন। তাই এমন সুযোগ পেয়ে, তাকে সামনে রেখে উদযাপন করার সুযোগ হাতছাড়া করতে চাননি হয়লুন্দ।
আগামী রোববার (২৩ মার্চ) লিসবনে ফিরতি লেগে মাঠে নামবে দুই দল।
এমএইচ//