আন্তর্জাতিক

গাজায় যুদ্ধবিরতির দাবি ব্রিটেন, জার্মানি ও ফ্রান্সের

ছবি: সংগৃহীত

গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্স। ইসরাইল নতুন করে হামলা শুরু করার পর শুক্রবার (২১ মার্চ) গভীর রাতে দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানান। খবর এএফপির।

যৌথ বিবৃতিতে তারা উল্লেখ করেন, গাজায় ইসরাইলি হামলা পুনরায় শুরু হওয়া গাজার জনগণের জন্য এক নাটকীয় পদক্ষেপের ইঙ্গিত দিচ্ছে। বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন এবং দ্রুত যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানাই।

এই আহ্বানে স্বাক্ষর করেছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক, ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারোট এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। যুদ্ধবিরতি স্থায়ী করতে তারা সব পক্ষকে আলোচনায় ফিরে আসার অনুরোধ জানিয়েছেন।

মন্ত্রীদের মতে, হামাসকে অবশ্যই জিম্মিদের মুক্তি দিতে হবে এবং গাজার প্রশাসনিক কর্মকাণ্ডে হামাস থাকতে পারবে না। পাশাপাশি, ইসরাইলকে আন্তর্জাতিক আইন মেনে চলা এবং গাজায় মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

প্রসঙ্গত, গেলো ১৯ জানুয়ারি থেকে চলা যুদ্ধবিরতি ভেঙে ইসরাইল মঙ্গলবার (১৮ মার্চ) ভোর থেকে গাজায় ব্যাপক বিমান হামলা শুরু করে। হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরাইলি হামলায় মাত্র তিন দিনে প্রায় এক হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে প্রায় ২০০ জন শিশু রয়েছে।

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন