আইপিএল শুরু আজ, কোলকাতার বৃষ্টিতে শঙ্কা

আইপিএল ২০২৫ শুরু হচ্ছে আজ, শনিবার (২৫ মার্চ) থেকে। কোলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হতে যাচ্ছে কোলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)।
কোলকাতায় গতকাল সারারাত বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির কারণে ম্যাচ খেলা নিয়ে কিছুটা শঙ্কা আছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আজ দিনের বেশিরভাগ সময় কোলকাতারা আকাশ মেঘলা থাকবে। ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭ টা, বাংলাদেশ সময় রাত ৮ টায়। ম্যাচ চলাকালীন সময়ে থেকে থেকে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বার্তা।
আইপিএলের নিয়ম অনুযায়ী, এমন পরিস্থিতিতে লিগ স্টেজের ম্যাচগুলোতে অতিরিক্ত ১ ঘণ্টা সময় বাড়ানোর সুযোগ থাকে। যদি ম্যাচে কোনো ফলাফল না আসে, তবে দুই দল সমান পয়েন্ট ভাগ করে নিবে।
আইপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কোলকাতা। আরসিবির বিপক্ষে খেলা শেষে তারা গৌহাটিতে যাবে। সেখানে আগামী ২৬ মার্চ রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে দলটি। অন্যদিকে আরসিবি তাদের পরের ম্যাচ খেলবে চেন্নাইতে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে। ম্যাচটি অনুষ্ঠিত হবে মার্চের ২৮ তারিখ।
এমএইচ//