খেলাধুলা

আর্জেন্টিনা ম্যাচ সামনে রেখে ব্রাজিল দলে ৪ পরিবর্তন

ছবি: ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র

ব্রাজিলের জন্য এক গুরুত্বপূর্ণ ম্যাচ অপেক্ষা করছে। আর্জেন্টিনার বিপক্ষে আগামী ২৬ মার্চ (বুধবার) মাঠে নামতে যাচ্ছে সেলেসাওরা। আসন্ন এই ম্যাচের জন্য ৪ ফুটবলারকে দলে ডেকেছেন কোচ দরিভাল জুনিয়র।

পিএসজি ডিফেন্ডার লুকাস বেরাল্ডো সুযোগ পেয়েছেন ব্রাজিল দলে। আর্সেনাল ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাঘালহায়েসের জায়গায় তাকে নেওয়া হয়েছে। তিনি কলম্বিয়ার বিপক্ষে হলুদ কার্ড দেখায় নিষেধাজ্ঞায় পড়েছেন।

দুই মিডফিল্ডার এডারসন, জোয়াও গোমেজকে ডাকা হয়েছে ব্রাজিল দলে। জেরসন ও ব্রুনো গিমারেজের বদলি হয়ে তারা দলে ঢুকেছেন। গিমারেজ সবশেষ ম্যাচে হলুদ কার্ড দেখেন। এছাড়াও তার পুরোনো ব্যথা দেখা দিয়েছে। গোলরক্ষক অ্যালিসন বেকার কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে মাথায় আঘাত পেয়ে কনকাশন হয়ে মাঠ ছাড়েন। তার বদলে দলে ঢুকেছেন পালমেইরাসের ওয়েভার্টন।

আর্জেন্টিনার জন্য আর মাত্র এক পয়েন্ট হলেই নিশ্চিত হবে ২০২৬ বিশ্বকাপ। অন্যদিকে ব্রাজিল এই পয়েন্টতালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে আগামী বিশ্বকাপে সরাসরি ৬ টি দল অংশ নিবে।

এমএইচ//

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন