রাজনীতি

‘আওয়ামী লিগ’ নামে নতুন দলের নিবন্ধন আবেদন

আওয়ামী লিগনামে নতুন একটি দল গঠন করে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন চেয়ে আবেদন করা হয়েছে। নতুন এ দলের প্রধান উজ্জ্বল রায়নিবন্ধন আবেদনের বিষয়ে পর্যালোচনার পর সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ।

মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে তিনি এসব কথ বলেন।

আলী নেওয়াজ বলেন,  উজ্জ্বল রায় নামে এক ব্যক্তি নিজেকে সভাপতি দাবি করে আওয়ামী লিগনামে রাজনৈতিক দলের নিবন্ধন আবেদন দিয়েছেন। ইসি যেকোনো আবেদন গ্রহণ করে, তবে আইনগত দিক পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

নিবন্ধন আবেদনে সূত্রে জানান যায়, ‘আওয়ামী লিগনামে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের আবেদন করেছেন ওই ব্যক্তি। দলীয় প্রতীক হিসেবে নৌকা অথবা ইলিশ চেয়েছেন তিনিএই দলের প্রধান কার্যালয় বঙ্গবন্ধু অ্যাভিনিউউল্লেখ করেছেন।

দল গঠনের তারিখ গতকাল সোমবার (২৪ মার্চ) এবং এই দলের কমিটির মেয়াদ ৩০ এপ্রিল শেষ হবে বলে জানিয়েছেন। তবে কোন সালের ৩০ এপ্রিল এই দলের কমিটির মেয়াদ শেষ হবে তা উল্লেখ করা হয়নি।

উজ্জ্বল রায়ের বাড়ি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের। তার বাবার নাম নরেশ চন্দ্র রায়, মা পারুল রায়।

আবেদনে উজ্জ্বল রায় জানান, সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৫ আসন থেকে উজ্জ্বল রায় নির্বাচিত হয়েছেন বলে জানান। এছাড়া আবেদনে কোনো ব্যাংক হিসাব নম্বর না দিলেও দলটি পরিচালনায় ব্যক্তিগত তহবিল থাকার বিষয় উল্লেখ করেন।

প্রসঙ্গত, সম্প্রতি নতুন দলগুলোকে নিবন্ধন দিতে গণবিজ্ঞপ্তি দিয়েছে নির্বাচন কমিশন। আবেদন করার শেষ সময় আগামী ২০ এপ্রিল।

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন