দেশজুড়ে

বিএনপি কার্যালয় ভাংচুর, ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

পটুয়াখালীর কলাপাড়ায় নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.বাবুল মিয়াকে (৫৭) উপজেলা বিএনপি কার্যালয় ভাংচুরের মামলায় গ্রেপ্তার করেছে কলাপাড়া থানা পুলিশ।

সোমবার(২৪ মার্চ) রাত ১ টার দিকে পৌরশহরের ইসলামপুর এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো.মোস্তাফিজুর রহমান বায়ান্ন টিভিকে এ তথ্য জানিয়েছেন

তিনি বলেন, তাঁকে কলাপাড়া উপজেলা বিএনপি'র অফিস  ভাঙ্গা মামলায় আটক করা হয়েছে। পরে মঙ্গলবার (২৫ মার্চ ) দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাকে পটুয়াখালী জেলা কারাগারে প্রেরণ করেছেন।

নীলগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এ্যাড. মো: নাসির উদ্দীন মাহমুদ জানান, বাবুল মিয়া নীলগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি।

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন