গাজায় ইসরাইলি হামলায় ৬ মাসের শিশুসহ ১১ জনের প্রাণহানি

অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ভেস্তে দিয়ে আবারও হত্যাযজ্ঞ শুরু করেছে দখলদার ইসরাইল বাহিনী। বুধবার (২৬ মার্চ) সকাল থেকে বর্বর হামলা চালিয়ে কয়েকঘণ্টার মধ্যেই ১১ জন কে হত্যা করেছে ইসরাইল। নিহতদের মধ্যে ৬ মাসের শিশুসহ অন্তত ৫ জন শিশু রয়েছে।
বুধবার (২৬ মার্চ) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে আলজাজিরা জানায়, বুধবার (২৬ মার্চ) ভোর থেকে গাজায় ইসরাইলি বিমান হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে উত্তর জাবালিয়ায় এক মা ও তার ছয় মাসের শিশুও রয়েছে।
ইসরাইল তার সামরিক অভিযান অব্যাহত রাখার মধ্যেই সিরিয়াতেও বিমান হামলা চালিয়েছে বলে জানা গেছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় দেরা প্রদেশে অন্তত ছয়জন নিহত হয়েছে বলে জানা যায়। কাতার ও সৌদি আরব এই হামলার নিন্দা জানিয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, চলমান সংঘাতে এখন পর্যন্ত অন্তত ৫০,১৪৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহতের সংখ্যা ১,১৩,৭০৪ ছাড়িয়েছে। তবে, গাজার সরকারি মিডিয়া অফিসের মতে, মোট নিহতের সংখ্যা ৬১,৭০০ ছাড়িয়ে গেছে এবং হাজারো মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলে চালানো হামলার পর এই সংঘর্ষের সূত্রপাত হয়। সেই হামলায় কমপক্ষে ১,১৩৯ জন নিহত হন এবং ২০০ জনের বেশি মানুষ বন্দি হন।
এমএ//