খেলাধুলা

হতাশ দরিভাল বললেন, 'আর্জেন্টিনা আমাদের উড়িয়ে দিয়েছে'

ছবি: সংগৃহীত

হতাশার চাদরে ঢাকা পড়ে গেছে ব্রাজিল। কোচ দরিভাল জুনিয়র মেনে নিচ্ছেন নিয়তি। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আর্জেন্টিনার কাছে সুযোগই পায়নি সেলেসাওরা। একেবারে ৪-১ গোলে উড়ে গেছে বলতে হয়।

যে কথা দরিভাল নিজেও ম্যাচ শেষে স্বীকার করছেন, আর্জেন্টিনা তাদের ‘আউটপ্লেইড’ করে দিয়েছে। এর বাংলা অর্থ ‘উড়ে যাওয়া’ করলেই সহজে বোধগম্য হয়।

বুধবার (২৬ মার্চ) বাংলাদেশ সময় ভোরে আর্জেন্টিনার ঘরের মাঠে নামে দুই দল।

ব্রাজিল কেবল এক গোল করার সামর্থ্য দেখিয়েছে। আর আর্জেন্টিনা দিয়েছে ৪ গোল। মেসিবিহীন এই আকাশী-নীল দলের কাছে একেবারে ধরাশায়ী হয়েছে দরিভালের শিষ্যরা।

ম্যাচ শেষে ব্রাজিল কোচ বলেন, ‘আজকে প্রথম মিনিট থেকেই আমাদের পরিকল্পনা কাজে লাগেনি। যা হয়েছে, তাই মনে নিতে হবে। যেভাবে তারা আমাদের উড়িয়ে দিয়েছে, এই জয় তাদেরই প্রাপ্য ছিল।‘

এখন পর্যন্ত বিশ্বকাপ বাছাইয়ে ১৪ ম্যাচ শেষে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের চারে আছে ব্রাজিল। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সরাসরি ৬ টি দল বিশ্বকাপে খেলবে। আরও একটি দলের সুযোগ থাকবে প্লে-অফ থেকে ২০২৬ বিশ্বকাপ খেলার।

এমএইচ// 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন