গাজায় ইসরাইলি বিমান হামলায় হামাসের মুখপাত্র নিহত

গাজার উত্তরাঞ্চলের ফিলিস্তিনি ছিটমহল জাবালিয়ায় ইসরাইলের বিমান হামলায় হামাসের মুখপাত্র আব্দেল লতিফ আল-কানুয়া নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ মার্চ ) ভোরে এ তথ্য জানিয়েছে হামাসের আল-আকসা টেলিভিশন।
খবরে বলা হয়েছে, ইসরাইলি বাহিনী জাবালিয়ায় আল-কানুয়ার অবস্থান করা তাঁবুকে লক্ষ্য করে হামলা চালায়, যেখানে তিনি নিহত হন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
গাজায় সাম্প্রতিক হামলা শুরুর পর এটি হামাসের দ্বিতীয় কোনো শীর্ষ নেতার নিহত হওয়ার ঘটনা। ইসরাইলি বাহিনী গেলো কয়েকদিন ধরে গাজার বিভিন্ন অংশে হামলা চালিয়ে যাচ্ছে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।
গাজার চিকিৎসা কর্মীরা জানিয়েছেন, ইসরাইলের পৃথক হামলায় গাজা সিটিতে অন্তত ছয়জন এবং খান ইউনিসে একজন নিহত হয়েছেন।
চলতি সপ্তাহের প্রথমদিকে ইসরাইলি হামলায় হামাসের রাজনৈতিক দপ্তরের সদস্য ইসমাইল বারহুম ও আরেক জ্যেষ্ঠ নেতা সালাহ আল-বারদাউইল নিহত হন।
হামাসের কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, বারদাউইল ও বারহুম উভয়েই হামাসের ২০ সদস্যের সিদ্ধান্ত গ্রহণকারী পরিষদ ‘রাজনৈতিক দপ্তর’ এর সদস্য ছিলেন। ২০২৩ সালের অক্টোবরে ইসরাইল গাজায় নির্বিচার হামলা শুরু করার পর থেকে এখন পর্যন্ত এ পরিষদের ১১ জন সদস্য নিহত হয়েছেন।
প্রায় দুই মাস যুদ্ধবিরতি চলার পর গত সপ্তাহ থেকে গাজায় আবার হামলা শুরু করেছে ইসরাইল। এসব হামলার মধ্য দিয়ে ইসরাইলের গাজায় বন্দি থাকা বাকি জিম্মিদের মুক্তি দেওয়ার জন্য হামাসের উপর চাপ বৃদ্ধির চেষ্টা করছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গেলো ১৮ মার্চ থেকে ইসরাইল ফের বড় ধরনের হামলা শুরু করার পর নারী ও শিশুসহ অন্তত ৮৩০ জন নিহত হয়েছেন।
এদিকে, ইসরাইল ও হামাস একে অপরকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য দায়ী করছে। চলমান সংঘাতের আগে, জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি গাজার ২৩ লাখ বাসিন্দার জন্য কিছুটা স্বস্তি এনে দিয়েছিল। তবে প্রায় ১৮ মাস ধরে চলা ইসরাইলি হামলায় ফিলিস্তিনি ভূখণ্ডটি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
এসি//