প্রেম নয়, পরিবারের পছন্দেই বিয়ে করছেন প্রভাস

দক্ষিণী সিনেমার সুপারস্টার প্রভাসের বিয়ে নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। একাধিক অভিনেত্রীর সঙ্গে তার সম্পর্কের কথা শোনা গেছে। তবে প্রভাস কখনোই তা প্রকাশ্যে স্বীকার করেননি। একসময় অভিনেত্রী অনুষ্কা শেট্টির সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছিল। আবার কিছুদিন আগে ‘আদিপুরুষ’ এর সহ-অভিনেত্রী কৃতি শ্যাননের সঙ্গেও সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল। তবে শেষ পর্যন্ত কোনো কিছুই স্পষ্ট হয়নি।
তবে এবার তার অনুরাগীদের জন্য সুখবর নিয়ে এসেছে। অনেক গণমাধ্যম থেকে জানা গেছে , প্রভাস আসলেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। ৪৫ বছর বয়সী এই অভিনেতা এখন বিবাহযোগ্য তারকা হিসেবে সকলের নজরে রয়েছেন।
প্রেমের সম্পর্ক নয় বরং , সম্বন্ধের বিয়ে করবেন তিনি। হায়দ্রাবাদের এক প্রভাবশালী ব্যবসায়ীর কন্যাকে বিয়ের জন্য মন দিয়েছেন তিনি। তার বিয়ের প্রস্তুতিও অনেকটাই এগিয়ে গিয়েছে। প্রভাসের কাকা , অভিনেতা এবং রাজনীতিবিদ কৃষ্ণন রাজু এবং তার স্ত্রী শ্যামলা দেবী বিয়ের আয়োজনের দায়িত্ব নিয়েছেন।
এখন পর্যন্ত প্রভাসের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে প্রভাসের বিয়ের বিষয়টি বেশ নিশ্চিত মনে হচ্ছে। সবকিছু ঠিক থাকলে, প্রভাসের ভক্তরা অবশেষে তাদের প্রিয় তারকাকে বিয়ের পিঁড়িতে বসতে দেখবেন।
এসকে//