বিনোদন

সাইবার হুমকিতে এলনাজ নরৌজি, থানায় অভিযোগ

ছবি: সংগৃহীত

এলনাজ নরৌজি একজন জনপ্রিয় ইরানি অভিনেত্রী।  গেলো শনিবার (১৮ জানুয়ারি) অভিনেত্রী  ইনবক্সে একটি ই-মেইল পান।  যেখানে তার পাসওয়ার্ডসহ ব্যক্তিগত ছবিও ছিল। মেইলে তাকে ভয় দেখানো হয়।  বলা হয়, যদি সে দ্রুত সাড়া না দেয়, তবে তার ছবি সামাজিক মাধ্যমে ফাঁস করে দেওয়া হবে।  এই হুমকির ফলে আতঙ্কিত হয়ে অভিনেত্রী থানায় অভিযোগ দায়ের করেন।

এলনাজ গণমাধ্যমকে বলেন , সাধারণত এমন ই-মেইল তিনি কখনোই খুলতেন না।  তবে এই মেইলের সাবজেক্ট লাইনে তার পাসওয়ার্ড লেখা থাকায় কৌতূহলী হয়ে সেটি খুলে দেখেন। মেইলে তার ব্যক্তিগত ছবি জুড়ে দেওয়া ছিল এবং সাইবার অপরাধী তার ছবি ফাঁস করার হুমকি দেয়।

ই-মেইলটি পাওয়ার পর এলনাজ সাইবার অপরাধ দমন শাখার সঙ্গে যোগাযোগ করেন এবং অভিযোগ করেন।  অপরাধী সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তবে সাইবার অপরাধ দমন বিভাগ অভিযুক্ত অ্যাকাউন্টটি বাতিল করেছে।

আতঙ্কিত হয়ে তিনি বলেন , এ ঘটনা ঘটার পর থেকে আমি সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে ভয় পাচ্ছি।  রাতে ঘুমানোর সময়ও চিন্তা হচ্ছে।  আমি সবসময় মনে হয় , কেউ আমাকে নজরে রাখছে।  এমন পরিস্থিতির কারণে অভিনেত্রী মানসিকভাবে বিপর্যস্ত এবং মনোবিদের সাহায্য নিতে বাধ্য হয়েছেন।  তবে তদন্ত এখনও অপরাধী শনাক্ত হয়নি। এখনও তার ছবি ফাঁসের ভয় আতঙ্কের সৃষ্টি করছে।  যা তাকে আরও মানসিক চাপের মধ্যে ফেলেছে।

 

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন