প্রবাস

আমিরাত শাখা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

সংযুক্ত আরব আমিরাত শাখা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছবি: বায়ান্ন টিভি

সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে গেলো মঙ্গলবার  দেশটির বাণিজ্যিক রাজধানী দুবাইয়ের  মার্কো পোলো হোটেল হলরুমে এর আয়োজন করে সংযুক্ত আরব আমিরাত শাখা  বিএনপি 

সংযুক্ত আরব আমিরাত শাখা বিএনপির আহবায়ক মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও মধ্যপ্রাচ্যের সাংগঠনিক সম্পাদক আহম্মেদ আলী মুকিত।

আমিরুল ইসলাম চৌধুরী এনাম ও প্রকৌশলী করিমুল হকের যৌথ সঞ্চালনায় মহিমান্বিত মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন  বিশেষ অতিথি ও সৌদি আরব পশ্চিম অঞ্চল শাখা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান, আরব আমিরাত শাখা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুস সালাম তালুকদার, প্রকৌশলী আব্দুস সালাম খাঁন, আহবায়ক কমিটির সদস্য দিদারুল আলম, দুবাই শাখা বিএনপির সভাপতি মোহাম্মদ রফিক,  ইউএই শ্রমিক দলের সভাপতি প্রকৌশলী মাহি আলম, প্রকৌশলী আব্দুর রশিদ, আজমান শাখা বিএনপির সভাপতি শাহানুর শাহীন, আল আইন শাখা বিএনপির সভাপতি শওকত ওসমান রানা, আবুধাবি শাখা বিএনপির নূর হোসেন সুমন, ইউএই মহিলা দলের নেত্রী স্বপ্না মনি  

আলোচনাপর ইাফতার মাহফিলে দেশজাতি ও মুসলিম উম্মাহর সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়

এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন