দুর্ঘটনা

ইঞ্জিন চালিত নৌকা ডুবে শিশুসহ ৫ জনের মৃত্যু

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বৌলাই নদীতে একটি যাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌকা ডুবে তিন শিশুসহ ৫ জন মারা গেছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। অতিরিক্ত যাত্রী বহনের কারণে নৌকাটি ডুবে গেছে বলে জানা গেছে।

শনিবার (২৯ মার্চ) রাত সাড়ে ৯টায়  উপজেলার বেহেলী ইউনিয়নের মদনাকান্দি ও হেরারকান্দির মধ্যবর্তী এলাকায় বৌলাই নদীতে এ ঘটনা ঘটেছে। জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান,  জেলার মধ্যনগর উপজেলা থেকে ৭০ জন যাত্রী এবং বিপুল মালামাল বোঝাই করে জামালগঞ্জ উপজেলা শহরে আসার পথে বৌলাই নদীতে নৌকাটি ডুবে যায়। অনেক যাত্রী সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও প্রাথমিকভাবে ৫ জনের মৃত্যু এবং একজন আহতের খবর পাওয়া গেছে।

মৃতরা সবাই নেত্রকোনা জেলার বিভিন্ন উপজেলা থেকে জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে আত্মীয় বাড়িতে বেড়াতে এসেছিলেন। খবর পেয়ে জামালগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে যায়।

বেহেলী ইউপির ২নং ওয়ার্ডের সদস্য দেবাশীষ মেম্বার  জানান, রাতের কারণে নৌকাডুবিতে কতজন নিহত হয়েছেন পুরোপুরি  নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ৫ জন নিহতের তথ্য জানা গেছে।

এ ঘটনায় মৃতরা হলেনজেলার জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের তাপন চক্রবর্তীর স্ত্রী বিউটি চক্রবর্তী (৪০); নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার হাতনি গ্রামের নীরদ সরকারের স্ত্রী কল্পনা রানী সরকার (৫০); হাতনি গ্রামের নীরেন সনরকারের মেয়ে জয়িতা সরকার (৬); নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার ভাটিপাড়া গ্রামের সুজিত সরকারের মেয়ে গঙ্গা রানী সরকার(৮)। অপর এক মৃত শিশুর পরিচয় এখনও জানা যায়নি।

 

আই/এ

 

এ সম্পর্কিত আরও পড়ুন