নিউইয়র্কসহ আমেরিকা জুড়ে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর

মুসলিম উম্মাহর মাঝে আনন্দের বার্তা নিয়ে হাজির হয়েছে পবিত্র ঈদুল ফিতর। স্থানীয় সময় রোববার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্য এবং ইউরোপের অন্যান্য দেশের মতো মার্কিন যুক্তরাষ্ট্রেও উদযাপিত হচ্ছে মুসলমানদের বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি ও অবাঙালি মুসলমানদের ঘরে ঘরে চলছে ঈদের আনন্দ ও কুশল বিনিময়।
স্থানীয় সময় রোববার(৩০ মার্চ) সকালে নিউইয়র্কের সাউথ জ্যামাইকা ইসলামি সেন্টারের মাঠে অনুষ্ঠিত হয়েছে বিশাল ঈদ জামাত।
নিউ ইয়র্কের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মুসলমান সম্প্রদায়ের মানুষ এখানে ঈদের নামাজ আদায় করেছেন।
নামাজ আদায় শেষে সবাই আনন্দ-আলিঙ্গনে একে অপরকে জড়িয়ে ধরে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় স্থানীয় মসজিদ আল ইনসানের পক্ষ থেকে আগতদের শুভেচ্ছা জানানো হয়।
নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত ব্রঙ্কসে বাংলাবাজার জামে মসজিদ, নর্থ ব্রঙ্কস জামে মসজিদ, ওজন পার্কে মসজিদ আল আমান, আরাফা ইসলামিক সেন্টার, ব্রুকলিনে বাংলাদেশ মুসলিম সেন্টার, বায়তুল জান্নাহ মসজিদ এবং এলমহার্স্টের বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
ভার্জিনিয়া, পেনসিলভানিয়া, নিউ জার্সি, জর্জিয়া, মেরিল্যান্ড ছাড়াও প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত নিউজার্সি, কানেকটিকাট, ম্যাসাচুসেটস, পেনসিলভেনিয়া, ফ্লোরিডা, মিশিগান ও ক্যালিফোর্নিয়া রাজ্যেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
এমআর//