ধর্ম

ঐতিহ্যবাহী শোলাকিয়ায় মুসল্লিদের জনসমুদ্র

কিশোরগঞ্জে ঐতিহ্যবাহী শোলাকিয়া ময়দানে এবারের ঈদ জামাত যেন অতীতের সকল রেকর্ড ছাপিয়ে এক বিশাল জনসমুদ্রের রূপ নিয়েছে। ঈদের আগের দিন থেকেই দেশের বিভিন্ন জেলার বহু মুসল্লি শোলাকিয়ার জামাতে নামাজ আদায়ের আকর্ষণে চলে আসতে শুরু করেন। ঐতিহ্য অনুসারে তিন দফা গুলি ফুটিয়ে শুরু হয় জামাত।

সোমবার (৩১ মার্চ) সকাল ১০ টায় শোলাকিয়ায় ১৯৮ তম ঈদের জামাত শুরু হয়। শোলাকিয়ার ইমাম আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ ইমামের দায়িত্ব পালন করেন।

জামাত শুরুর ১৫ মিনিটি আগে তিনটি, ১০ মিনিট আগে দুটি এবং ৫ মিনিট আগে একটি শর্টগানের গুলি ছুড়ে জামাত শুরুর সংকেত দেওয়া হয়। প্রথম গুলিটি ছোঁড়েন পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী। ধারণা করা হয় গুলি ছুঁড়ে জামাতের সংকেত দেয়ার এই ঐহিত্য বিশ্বের বুকে একমাত্র শোলাকিয়া ঈদগাহ ময়দানেই রয়েছে

জানা যায়,  মুসল্লিদের যে বিপুল পরিমাণ ঢল নেমেছিল, তাতে মূল মাঠের আশপাশের রাস্তা, পার্শ্ববর্তী নরসুন্দা নদীর বিশাল সেতু, আশপাশের বাসাবাড়ির আঙিনা, পতিত জমিতেও মুসল্লিরা কাতার বেঁধে নামাজ আদায় করেছেন। ঈদগাহের পাশেই পর্দাঘেরা একটি জায়গায় মহিলাদের জন্যও পৃথক জামাতের ব্যবস্থা রাখা হয়েছিলো।

২০১৬ সালে ভয়াবহ জঙ্গি হামলার পর থেকেই নেয়া হচ্ছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। প্রায় ১১শপুলিশ সদস্যের পাশাপাশি সেনা সদস্য, ৫ প্লাটুন বিজিবি, র‌্যাব ও আনসার-ভিডিপির সদস্যরা নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেন।

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন