আন্তর্জাতিক

ঈদ শুভেচ্ছা বার্তায় রাশিয়ার মুসলমানদের প্রশংসা পুতিনের

রাশিয়ার মুসলিম নেতাদের সঙ্গে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাশিয়ার মুসলিম সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তুরষ্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির খবরে বলা হয়, স্থানীয় সময় রোববার শুভেচ্ছা বার্তায় রুশ প্রেসিডেন্ট বলেছেন, রাশিয়ার জনজীবন ও আধ্যাত্মিক ক্ষেত্রে মুসলিম সংগঠনগুলোর তাৎপর্যপূর্ণ অবদান রয়েছে।   

সেন্ট্রাল স্পিরিচুয়াল ডিরেক্টরেট অব মুসলিমস অব রাশিয়ার ওয়েবসাইটে প্রকাশিত ওই শুভেচ্ছা বার্তায় রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন, ‘ঈদ-উল-ফিতর উপলক্ষে আপনাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। পবিত্র রমজান মাসের শেষে এই প্রাচীন ও গুরুত্বপূর্ণ উৎসব আধ্যাত্মিক উন্নতি, দয়া ও সহানুভূতির প্রতীক।’

রুশ প্রেসিডেন্ট আরও বলেন, পবিত্র রমজান মাসের শেষে এই প্রাচীন ও গুরুত্বপূর্ণ উৎসব আধ্যাত্মিক উন্নতি, দয়া ও সহানুভূতির প্রতীক।

এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন