আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে আবারও হুথিদের মিসাইল ও ড্রোন হামলা

লোহিত সাগরে থাকা মার্কিন বিমানবাহী রণতরী ছবি: সংগৃহীত

লোহিত সাগরে থাকা মার্কিন বিমানবাহী রণতরী লক্ষ্য করে আবারও মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে ইয়ামেনি আর্মড ফোর্স। ইউএসএস হ্যারি এস ট্রুম্যান নামের রণতরীটি লোহিত সাগর পাড়ি দেওয়ার সময় হুথি আন্দোলনের সাথে জোটবদ্ধ ইয়েমেনের এই বিদ্রোহী বাহিনী হামলা চালায়।

ইয়ামেনি আর্মড ফোর্সের মুখপাত্র ব্রিগ্রেডিয়ার ইয়াইয়া সারির বরাতে বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার খবরে বলা হয়, শেষ ২৪ ঘণ্টায় এটি হুথিদের তাদের তৃতীয় হামলা। শত্রুর অবস্থানের বিরুদ্ধে ইয়ামেনের পদক্ষেপের অংশ এটি।

হুথি আন্দোলন বা ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন এর আগে, গ্যালো মঙ্গলবার ইয়মেনের পূর্বাঞ্চলীয়  মারিব প্রদেশের আকাশে একটি মার্কিন এমকিউ- ড্রোন গুলি করে ভূপাতিত করে। 

এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন