বিএনপি

লন্ডন সফরে গেলেন ডিএসসিসি মেয়র ইশরাক হোসেন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের(ডিএসসিসি) মেয়র হিসেবে আদালতের রায় পাওয়ার পর বিএনপি নেতা ইশরাক হোসেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করতে লন্ডন গেছেন।

বুধবার সকাল সাড়ে ৭টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। যাত্রার আগে গণমাধ্যমকে তিনি বলেন, “আমি লন্ডনে যাচ্ছি। সেখানে আমার নেতা জনাব তারেক রহমানের সাথে মিটিং হবে।

অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার  ছেলে প্রকৌশলী ইশরাক হোসেন বলেন, ‘“গত বৃহস্পতিবার আমরা যে রায়টি পেয়েছি, দীর্ঘ প্রতীক্ষিত একটি রায়। আমরা ন্যায়বিচার পেয়েছি। এখন এ বিষয়ে আগামীতে আমরা কী করব, আমাদের দলীয় সিদ্ধান্তসহ সকল বিষয়ে পরামর্শ করার জন্য আমার এই লন্ডন যাত্রা।”

প্রসঙ্গত, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন হয়। বিএনপির ইশরাক হোসেনকে পৌনে দুই লাখ ভোটের ব্যবধানে হারিয়ে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র হন।

ওই নির্বাচন কমিশন ২ ফেব্রুয়ারি ভোটের গেজেট প্রকাশ করে। এরপর তাপস শপথ গ্রহণ করে দায়িত্ব পালন করে আসছিলেন।

গেলো আগস্টে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার সরকারের পতন ঘটলে  দেশের সব সিটি করপোরেশনের মত ঢাকার দুই মেয়রের পদও শূন্য ঘোষণা করা হয়।

নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ফল বাতিল চেয়ে ২০২০ সালের ৩ মার্চ মামলা করেছিলেন ইশরাক।

সেই মামলার রায়ে গত বৃহস্পতিবার তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে আদালত।

অদালতের এই সিদ্ধান্ত এবং মেয়র হিসেবে শপথ নেওয়ার ব্যাপারে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সিদ্ধান্ত জানতেই লন্ডনে তারেক রহমানের সঙ্গে সাক্ষাত করতে গেছেন বলে দলের একটি সূত্র বায়ান্ন টিভিকে নিশ্চিত করেছেন।

এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন