দেশজুড়ে

কমিউটার ট্রেনে আগুন, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে নেত্রকোনার মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনের পাওয়ার কারে আগুনের ঘটনা ঘটেছে। ঘটনার পর ঢাকা-ময়মনমসিংহ রেল যোগাযোগ বন্ধ আছে। 

বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে শ্রীপুর সাতখামাইর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মহুয়া কমিউটার ট্রেনের পাওয়ার কার কোচে আগুন লাগে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ট্রেনের এক যাত্রী জানান,  ১১টা ২০ মিনিটের দিকে ট্রেনে আগুন লাগে। এতে ট্রেনের ভেতরের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ট্রেন স্টেশনে আসলে যাত্রীরা সব নেমে যায়। ।

আগুনের ঘটনার পর স্থানীয়দের সহযোগীতায় পাশের বগিগুলো সরিয়ে দেয়া হয়। ফলে আগুন ছড়িয়ে পড়তে পারেনি। 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন