৬৪ দল নিয়ে বিশ্বকাপ আয়োজনের পক্ষে নন উয়েফা সভাপতি
গেলো ৬ মার্চ ফিফার অনলাইন সভায় ২০৩০ বিশ্বকাপ ৬৪ দল নিয়ে আয়োজনের প্রস্তাব করা হয়। তবে সেই প্রস্তাবের পক্ষ নন উয়েফা সভাপতি ও ফিফার সহ-সভাপতি আলেকসান্দের চেফেরিন।
বৃহস্পতিবার সার্বিয়ার বেলগ্রেডে উয়েফা কংগ্রেসে চেফেরিন বললেন, এমন প্রস্তাবে চমকে গেছেন তিনি, “আপনাদের চেয়ে আমার কাছেই সম্ভবত প্রস্তাবটি ছিল আরও বেশি বিস্ময়ের। আমার মতে, এটি বাজে একটি ভাবনা। বিশ্বকাপের জন্য এটি ভালো ব্যাপার তো নয়ই, এমনকি আমাদের অঞ্চলে বাছাইয়ের জন্যও এটি ভালো কিছু হবে না।”
স্পেন, পর্তুগাল ও মরক্কো যৌথভাবে ২০৩০ বিশ্বকাপ আয়োজন করবে। বিশ্বকাপের শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে একটি করে ম্যাচ হবে দক্ষিণ আমেরিকার তিন দেশ উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে।