জাতীয়

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়ে সিদ্ধান্ত নেবে ঢাকা বিশ্ববিদ্যালয়: সংস্কৃতি উপদেষ্টা

এ বছর মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন হবে কি না, সে সিদ্ধান্ত নেবে ঢাকা বিশ্ববিদ্যালয়। বলেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

মঙ্গলবার (০৮ এপ্রিল) সচিবালয়ে পহেলা বৈশাখ ও চৈত্র সংক্রান্তি নিয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা শেষে ব্রিফিংয়ে একথা জানান তিনি।

সংস্কৃতি উপদেষ্টা বলেন, মঙ্গল শোভাযাত্রার নাম এখন পর্যন্ত অপরিবর্তিত রাখা বা পরিবর্তন করার সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে আগামী ১০ এপ্রিল সিদ্ধান্ত জানাবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

তিনি আরও বলেন, ‘আজকের সভায় এ নিয়ে কোনো আলোচনা হয়নি। যেহেতু শোভাযাত্রার আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয়, তাই এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার এখতিয়ারও তাদের।’

উল্লেখ্য, এবারের উৎসবে প্রচুর জনসমাগম হবে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মেলার আয়োজন করা হয়েছে। বাঙালিদের পাশাপাশি ২৬টি ভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধিরাও এই উৎসবে অংশ নেবেন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন