ইসরাইলি হামলায় আগুনে পুড়ে প্রাণ হারালেন ফিলিস্তিনি সাংবাদিক

দক্ষিণ গাজার খান ইউনুসে সাংবাদিকদের জন্য স্থাপিত একটি অস্থায়ী তাবুতে ইসরাইলি বিমান হামলার পুড়ে মারা গেছেন ফিলিস্তিনি সাংবাদিক আহমেদ মানসুর। ফিলিস্তিনি সংবাদমাধ্যম জানিয়েছে, হামলার পর জ্বলন্ত অবস্থায় তাকে ছটফট করতে দেখা যায়।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে গুরুতর দগ্ধ আহমেদ মানসুর হাসপাতালে মারা যান।
তিনি প্যালেস্টাইন টুডে নিউজ এজেন্সির হয়ে কাজ করতেন। হামলার ঘটনাটি সোমবার (৭ এপ্রিল) নাসের হাসপাতালের পাশে গণমাধ্যমকর্মীদের অবস্থান করা একটি তাবুতে ঘটে।
হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে আগুনের লেলিহান শিখায় মানসুরকে পুড়তে দেখা যায়।
সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, এই হামলায় এখন পর্যন্ত দুই সাংবাদিক প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত আটজন।
ইসরাইলি সেনাবাহিনী সোমবার হামলার দায় স্বীকার করেছে। তারা জানিয়েছে, এই হামলার লক্ষ্য ছিলেন সাংবাদিক হাসান এলসালাইয়েহ, যিনি তেল আবিবের দাবি অনুযায়ী হামাস সদস্য। হামলায় তিনি আহত হয়েছেন বলে জানানো হয়েছে।ও
২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি অভিযানে এখন পর্যন্ত ২১১ জন ফিলিস্তিনি সাংবাদিক প্রাণ হারিয়েছেন। ১৮ মার্চ থেকে আবারও গাজায় ব্যাপক হামলা শুরু করে ইসরাইল। নতুন করে সহিংসতা শুরু হওয়ার পর প্রায় ১,৪০০ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৩,৪০০ জনের বেশি। এর ফলে আগের যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের চুক্তি ভেস্তে গেছে।
এমএ//