আন্তর্জাতিক

গাজায় একই পরিবারের ৬ জনসহ নিহত ২৪

ছবি: হাইথাম ইমাদ, ইপিএ

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) হামলায় কমপক্ষে আরও ২৪ জন নিহত হয়েছেন। এরমধ্যে একই পরিবারের আছেন ৬ জন সদস্য। এই উপত্যকাটিতে এখন মোট নিহতের সংখ্যা ৫০ হাজার ৮০০ এর বেশি।

বুধবার (৯ এপ্রিল) এক প্রতিবেদনে বার্তাসংস্থা আনাদোলু এসব তথ্য জানিয়েছে।

আনাদোলু বলছে, মঙ্গলবার (৮ এপ্রিল) গাজা উপত্যকাজুড়ে ইসরাইলি সেনাবাহিনী নতুন করে বিমান হামলা চালিয়েছে, যাতে কমপক্ষে আরও ২৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

মেডিকেল সূত্র মতে, ফিলিস্তিনের উত্তরাঞ্চলীয় একটি শহত বেইত লাহিয়ায় একটি বাড়িতে হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এই হামলায় একই পরিবারের ৬ জন নিহত হয়েছেন। সূত্রমতে আরও জানা যায়, একটি আশ্রয় কেন্দ্রের কাছে বেসামরিক নাগরিকদের ওপর চালানো হামলায় নিহত হয়েছেন আরও ৪ জন।

গত বছর অক্টোবর মাস থেকে টানা ১৫ মাসের বেশি সময় ধরে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরাইল। এরমধ্যে চলতি বছরের ১৯ জানুয়ারিতে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। কিন্তু বিরতির দুই মাস না পেরোতেই গত ১৮ মার্চ থেকে গাজায় আবারও সামরিক অভিযান চালায় ইসরাইলি বাহিনী।

দ্বিতীয় দফায় চালানো এই অভিযানে গত ১৮ মার্চ থেকে গাজায় নিহত হয়েছেন ১৪০০ এর বেশি ফিলিস্তিনি।

এমএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন