আগাম জামিনে মুক্ত আলোচিত সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী তামান্না

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ছোট সাজ্জাদ ওরফে সাজ্জাদ হোসেনের স্ত্রী শারমীন আক্তার তামান্না হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন।
মঙ্গলবার (৯ এপ্রিল) বিচারপতি মো. মাহবুব উল আলম এবং বিচারপতি মো. হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার জামিন আবেদন মঞ্জুর করেন।
সাজ্জাদ হোসেন গ্রেপ্তারের পর তামান্না সামাজিক মাধ্যমে এক বিতর্কিত বক্তব্য দেন, যা ফেসবুকে দ্রুত ভাইরাল হয়। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ’আমরা কাঁড়ি কাঁড়ি, বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব। যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের ছাড় দেওয়া হবে না।’
গেলো ১৫ মার্চ ঢাকার একটি শপিং মল থেকে সাজ্জাদকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার তার ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছিলেন। এমনকি তার আগের দিন সাজ্জাদ ফেসবুক লাইভে এসে থানার ওসিকে হুমকি দেন। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্রসহ অন্তত ১৫টি মামলা রয়েছে।
সাজ্জাদ গ্রেপ্তার হওয়ার কিছুদিন পর, ৩০ মার্চ চট্টগ্রামের বাকলিয়া এলাকায় একটি গাড়িতে গুলি চালিয়ে দুইজনকে হত্যা করা হয়। ধারণা করা হচ্ছে, এই হামলার পেছনে সাজ্জাদ বাহিনীর হাত রয়েছে।
পুলিশের প্রাথমিক তদন্তে দেখা গেছে, সাজ্জাদ গ্রেপ্তার হওয়ার প্রতিশোধ নিতে তার অনুসারীরা সরোয়ারপন্থীদের ওপর হামলা চালিয়েছে।
এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহত বখতিয়ার হোসেন মানিকের মা ফিরোজা বেগম ১ এপ্রিল বাকলিয়া থানায় সাজ্জাদ এবং তার স্ত্রী তামান্নাকে পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত করে মামলা দায়ের করেন।
বর্তমানে সাজ্জাদ চান্দগাঁও থানায় ব্যবসায়ী আফতাব উদ্দিন হত্যা মামলায় রিমান্ডে পুলিশ হেফাজতে রয়েছেন।
এমএ//