দেশজুড়ে

ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল

বেনাপোল বন্দর থেকে ফেরত এলো ৪ পণ্যবাহী ট্রাক

ছবি: বায়ান্ন টিভি

বাংলাদেশকে দেয়া গুরুত্বপূর্ণ ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের পর তৈরি পোশাক বহনকারী চারটি ট্রাক ভারতে প্রবেশের অনুমতি দেয়নি দেশটির পেট্রাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ।ফলে বিরূপ প্রভাব পড়েছে দেশের রপ্তানি বাণিজ্যে।

বুধবার (০৯ এপ্রিল) বেনাপোল বন্দর থেকে ৪টি পণ্য বোঝাই ট্রাক ফেরত পাঠায় ভারত। পরে ট্রাকগুলো ঢাকায় ফেরত নিয়ে আসে রপ্তানিকারক প্রতিষ্ঠান।

এর আগে গেলো মঙ্গলবার (৮ এপ্রিল) ভারতের কেন্দ্রীয় পরোক্ষ কর ও শুল্ক বোর্ড (সিবিআইসি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, ২০২০ সালের ২৯ জুন দেওয়া ট্রান্সশিপমেন্ট-সংক্রান্ত আদেশটি বাতিল করা হয়েছে।

এ আদেশ বুধবার থেকে কার্যকর করা হয়। ফলে ভুটান, নেপাল এবং মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের দ্রুত ও স্বল্প খরচে বাণিজ্য করার পথ বন্ধ হয়ে যায়।

ভারতের পেট্রাপোল ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস স্টাফ ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, স্থলবন্দর দিয়ে ট্রানজিট সুবিধা বন্ধের জন্য ভারতের অর্থ মন্ত্রণালয় একটি চিঠি ইস্যু করেছে কাস্টমসে। এ চিঠির আলোকে ট্রানজিট সুবিধার পণ্য বেনাপোল থেকে পেট্রাপোল বন্দরে প্রবেশ বন্ধ করা হয়েছে।

বেনাপোল আমদানি-রপ্তানি সমিতির সহ-সভাপতি উজ্জ্বল বিশ্বাস জানান, ভারত সরকারের এধরনের সিদ্ধান্ত দুই দেশের বাণিজ্য ও বন্ধুত্ব সম্পর্কে টানাপোড়েন তৈরি হবে।

তিনি আরও বলেন, ‘আমরা আশা রাখছি ভারত সরকার তাদের আক্রোশ মূলক সিদ্ধান্ত পরিহার করে বন্ধুত্ব সম্পর্ক ধরে রাখবেন।‘

বেনাপোল স্থল বন্দরের উপপরিচালক (ট্রাফিক) সজীব নাজির জানান, ট্রানজিট সুবিধা বাতিল করায় পেট্রাপোল কাস্টমস তৃতীয় দেশের পণ্যে কার্পাস ইস্যু করেনি। এতে এসকল পণ্যবাহী ট্রাক ভারতে ঢুকতে পারছেনা। তবে ভারত অভ্যন্তরে রপ্তানির উদ্দেশ্যে আসা অন্যান্য পণ্যের বাণিজ্য স্বাভাবিক রয়েছে।

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন