আইন-বিচার

পিলখানা হত্যাকাণ্ড : ফের পেছালো বিডিআর জওয়ানদের জামিন আদেশ

ছবি: সংগৃহীত

২০০৯ সালে বিডিআর সদর দপ্তর পিলখানায় হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়। ওই মামলায় কারাগারে আটক ২৩৯ বিডিআর জওয়ানের জামিনের বিষয়ে আদেশের জন্য আগামী ৮ মে দিন ধার্য করেছেন আদালত। এ নিয়ে তৃতীয়বারের মতো এ জামিন শুনানি পেছালো।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-২ এর ভারপ্রাপ্ত বিচারক শেখ তারিখ এজাজের আদালত এ দিন ধার্য করেন। রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর মো. বোরহান উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, ট্রাইব্যুনালের বিচারক ইব্রাহিম মিয়া অসুস্থ থাকায় আদালতে উপস্থিত ছিলেন না। এর আগে গত ১৩ মার্চ আসামিদের জামিনের বিষয়ে শুনানি হয়। শুনানি শেষে আদালত ১৬ মার্চ আদেশের জন্য রাখেন। তবে ওইদিন আদেশ পিছিয়ে ১৭ মার্চ ফের আদেশের জন্য রাখা হয়। পরে ওইদিন আদেশ না দিয়ে ১০ এপ্রিল তারিখ ধার্য করা হয়।

প্রসঙ্গত, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন।  সে ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়।

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন