আন্তর্জাতিক

ইসরাইলের নেতৃত্বে ইরানে হামলা হবে: ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

শনিবার পরমাণু কর্মসূচি  নিয়ে ওমানে বৈঠকে বসতে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র। মাস্কটের মধ্যস্ততায় এই বৈঠক কোন কারণে ব্যর্থ হলে তেহরানে হামলা চালাবে ওয়াশিংটন। আর এই হামলার নেতৃত্ব দিবে ইসরাইল। সাংবাদিকদের এমনটি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ট্রাম্প বলেন, যদি সামরিক কোন কিছুর প্রয়োজন পড়ে, তবে আমরা তাই ব্যবহার করবো। ইসরাইল এতে খুব ভালভাবেই যুক্ত থাকবে। তারা এই হামলার নেতা হবে। কিন্তু কেউ আমাদের নেতৃত্ব দিবে না, কিন্তু আমরা যা করতে চায়, তা আমরা করি।

গেলো সপ্তাহের শুরুতে মার্কিন এই প্রেসিডেন্ট জানায়, এই আলোচনা ইরানের সাথে সরাসরি হবে। তবে ওমানে হতে যাওয়া এই বৈঠককে, ওয়াশিংটনের সঙ্গে পরোক্ষ আলোচনা বলে অভিহিত করেছে তেহরান।

অন্যদিকে ট্রাম্পের এই কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা করে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানকে কোনভাবেই পরমাণু অস্ত্রের অধিকারী হতে দেয়া যাবে না। 

 

এনএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন