আন্তর্জাতিক

ভারী বর্ষণ, বজ্রপাতে ভারত ও নেপালে শতাধিক নিহত

গেলো বুধবার থেকে এখন পর্যন্ত  ভারী বর্ষণ ও বজ্রপাতে ভারত ও নেপালে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। নিহতের মধ্যে ৮২ জন বিহার রাজ্যের। অন্যদিকে জনবহুল রাজ্য উত্তর প্রদেশে মারা গেছেন ১৮ জন। আর বজ্রপাত ও ভারী বৃষ্টিতে নেপালে নিহত হয়েছেন ৮ জন। সংশ্লিষ্ট  দেশগুলোর দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স বিষয়টি নিশ্চিত করেছে।  

ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি), সোমবার পর্যন্ত মধ্য ও পূর্ব ভারতে বজ্রঝড়, বজ্রপাত এবং দমকা বাতাসসহ আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে।

আইএমডি এর আগেই সতর্ক করেছিল যে, এপ্রিল মাসজুড়ে ভারতের অধিকাংশ অঞ্চলে স্বাভাবিকের তুলনায় বেশি গরম অনুভূত হবে। কিন্তু সেই সঙ্গে আকস্মিক বৃষ্টিপাত ও বজ্রঝড় জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে।  

 

এনএস/ 

   

      

 

   

 

   

এ সম্পর্কিত আরও পড়ুন