আইন-বিচার

শীঘ্রই বিচারক সংকট সমাধান হবে : আইন উপদেষ্টা

ছবি: সংগৃহীত

বিচারক সংকট একটি প্রকট সমস্যা।  তবে খুব শীঘ্রই এই সমস্যার সমাধান হবে।  নিয়োগ প্রক্রিয়ায় কিছুটা সময় লাগলেও সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। বললেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। 

আজ শনিবার বান্দরবানে চিফ জুডিশিয়াল আদালতের অধিগ্রহণকৃত স্থান পরিদর্শনকালে এ কথা বলেন তিনি।

ড. আসিফ নজরুল বলেন ,  প্রতিবেদন অনুযায়ী বিচারকের অভাব, লজিস্টিক সমস্যাসহ বেশ কিছু অমীমাংসিত সমস্যা রয়েছে ।  তবে আমাদের লক্ষ্য এগুলো দ্রুত সমাধান করা। পারিবারিক আদালতের মামলাগুলো যদি সালিশের মাধ্যমে সমাধান করা যায় , তবে আদালতের ওপর চাপ কমানো সম্ভব হবে । যদিও বিষয়টি এখন ভাবনাচিন্তার পর্যায়ে রয়েছে।

মতবিনিময় সভা শেষে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন, বান্দরবান জেলা শাখার পক্ষ থেকে বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আইন উপদেষ্টার মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেয়া হয়।

দাবিগুলো হলো- বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অর্ধীনে পৃথক সচিবালয় করত অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মকর্তা কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মকর্তা কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান করা ।

স্মারকলিপি দেয়ার সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন, বান্দরবান জেলা শাখার উপদেষ্টা সামির হোসাইন, সভাপতি মোঃ কামরুল হাসান এবং সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার প্রমুখ ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ মো. জামিউল হায়দার , নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের জেলা দায়রা জজ বেগম জেবুন্নাহার আয়শা,  চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সিরাজ উদ্দিন ইকবালসহ অন্যান্য বিচার বিভাগীয় কর্মকর্তাগণ।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন