খেলাধুলা

পাকিস্তান আমার কাছে ক্রিকেট চায়, ইংরেজি নয়: রিজওয়ান

ছবি: আইসিসি

দুর্বল ইংরেজি বলা নিয়ে একেবারেই লজ্জিত নন পাকিস্তানি অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। পাকিস্তান তার কাছে যেটা চায়, সেটা ক্রিকেট, নিখুঁত ইংরেজি নয়। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মুলতান সুলতান্সের প্রথম ম্যাচ সামনে রেখে সংবাদ সম্মেলনে কথা বলেছেন রিজওয়ান।

রিজওয়ানের দুর্বল ইংরেজি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও নেটিজেনরা নানা মন্তব্য করেন। এসব নিয়ে পাকিস্তানি অধিনায়কের কাছে জানতে চাওয়া হলে তিনি উত্তর করেছেন আত্মবিশ্বাস নিয়ে।

রিজওয়ান উর্দুতে বলেন, আমি কেয়ার করি না। আমি একটা জিনিস নিয়েই গর্ব বোধ করি, আমি যা বলি, হৃদয় থেকে বলি। আমি ইংরেজি জানি না। আমার একটাই অনুশোচনা, আমি পর্যাপ্ত শিক্ষা পাইনি। কিন্তু এক শতাংশও লজ্জিত নই যে, আমি ইংরেজি জানি না পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক হওয়া স্বত্বেও।

এরপর তিনি যোগ করেন, আমার কাছে চাহিদা হলো ক্রিকেটের, ইংরেজির নয়। আমার অনুশোচনা যে, লেখাপড়াটা শেষ করতে পারিনি, যে কারণে ইংরেজিতে আমার কিছুটা অসুবিধা হয়। আমি জুনিয়রদের বলবো যে, তোমরা নিজেদের লেখাপড়াটা শেষ করো, যাতে ভালো ইংরেজিতে বলতে পার।

রিজওয়ান আরও বলেন, এই মুহূর্তে, পাকিস্তান আমার কাছে ক্রিকেট চাইছে। পাকিস্তান আমার কাছে ইংরেজি চাইছে না। যখন চাইবে, আমি ক্রিকেটটা ছেড়ে দেব, এরপর ইংরেজির অধ্যাপক হয়ে যাব। তবে এত বেশি সময় যদিও আমার কাছে নেই।

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন