একই পরিবারের ৬ ভাইসহ গাজায় নিহত আরও ৩৭ জন

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) হামলায় কমপক্ষে আরও ৩৭ জন নিহত হয়েছেন। এরমধ্যে একই পরিবারের ৬ ভাই রয়েছেন। এই উপত্যকাটিতে এখন মোট নিহতের সংখ্যা ৫০ হাজার ৯৫০ এ পৌঁছেছে।
সোমবার (১৪ এপ্রিল) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম আল জাজিরা এসব তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যমটি বলছে, গাজায় ইসরাইলিদের বোমা হামলা চলমান রয়েছে। রোববার গাজা উপত্যকা জুড়ে হামলায় কমপক্ষে আরও ৩৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের মধ্য আছেন একই পরিবারের ৬ ভাই। তারা স্বেচ্ছাসেবক হিসেবে ক্ষুধার্ত ফিলিস্তিনিদের জন্য খাবার সরবরাহ করতেন।
গত বছর অক্টোবর মাস থেকে টানা ১৫ মাসের বেশি সময় ধরে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরাইল। এরমধ্যে চলতি বছরের ১৯ জানুয়ারিতে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। কিন্তু বিরতির দুই মাস না পেরোতেই গত ১৮ মার্চ থেকে গাজায় আবারও সামরিক অভিযান চালায় ইসরাইলি বাহিনী।
দ্বিতীয় দফায় চালানো এই অভিযানে গত ১৮ মার্চ থেকে গাজায় নিহত হয়েছেন ১৫০০ এর বেশি ফিলিস্তিনি।
এমএইচ//