খেলাধুলা

ট্রিপল সেঞ্চুরির নায়ক সেই নায়ারের স্মরণীয় আইপিএল প্রত্যাবর্তন

ছবি: এএফপি

ভারতের হয়ে অপরাজিত ট্রিপল সেঞ্চুরির নায়ক করুন নায়ার। সেই নায়ক তিন ম্যাচ পর দল থেকে বাদ পড়ে আর ফিরতে পারেননি দেশের জার্সিতে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলা হয়ে উঠছিল না ৩ বছর হয়ে গেছে। রোববার (১৩ এপ্রিল) দিল্লি ক্যাপিটালসের হয়ে ফাফ ডু প্লেসির ইম্প্যাক্ট হিসেবে নেমে সবার মন ভরিয়ে দিয়েছেন নায়ার।

ব্যাট হাতে ৪০ বলে ৮৯ রান করেছেন। ইনিংসে খেলেছেন ৫ টি ছক্কা ও ১২ টি চারের মার।

নায়ার ২০২২ সালের পর আর আইপিএলে সুযোগ পাননি। সবমিলিয়ে ৩ আসর খেলে তুলেছিলেন ৩৭ রান। সেসময় তার রাজ্যদল কর্নাটক থেকেও তিনি বাদ পড়েন। মনে বেদনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে টুইট করেছিলেন, প্রিয় ক্রিকেট, আমাকে আর একটা সুযোগ দাও।

গতকালের আগপর্যন্ত প্রথম শ্রেণি, লিস্ট এ ও ঘরোয়া টি-টোয়েন্টি মিলিয়ে নায়ার ৩ হাজার ৩৫ রান করেছেন। এরমধ্যে সেঞ্চুরি করেছেন ১২ টি। এত কম সময়ে ভারতের আর কোনো ক্রিকেটার এত বেশি রান বা সেঞ্চুরি পাননি।

ইংল্যান্ডের কাউন্টি লিগ, রঞ্জি ট্রফি, বিজয় হাজারে ট্রফিতে নিজের ব্যাটিংয়ে দ্যুতি ছড়িয়েছেন তিনি।

দিল্লির প্রথম চার ম্যাচে মাঠে সুযোগ হয়নি নায়ারের। ডু প্লেসির চোটের কারণে বদলি হিসেবে পঞ্চম ম্যাচে ব্যাট হাতে নিলেন তিনি। সেই ম্যাচেই নিজের সোনালী সময়গুলো মনে করিয়ে দিলেন নায়ার।

দিল্লি ম্যাচটি জিততে পারেনি। মুম্বাই ইন্ডিয়ান্সের দেওয়া ২০৫ রান তাড়া করতে নেমে ১২ রানে পরাজিত হয় তারা।

এমএইচ//

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন