চেন্নাইয়ে রুতুরাজের বদলি কে এই ১৭ বছরের মহাত্রে!

চেন্নাই সুপার কিংসের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় চোটে পড়েছেন। চেন্নাই নেই খুব একটা ভালো অবস্থানে, এরমধ্যেই ছিটকে গেলেন রুতুরাজ। রুতুরাজের বদলে চেন্নাই স্কোয়াডে যুক্ত হয়েছেন ১৭ বছর বয়সী আয়ুশ মহাত্রে।
চেন্নাইয়ের হয়ে মহাত্রে ট্রায়াল দিয়েছেন এই সপ্তাহেই। গত বছর ইরানি ট্রফির ম্যাচে ঘরোয়া ক্রিকেটে অভিষেক হয় মহাত্রের। রঞ্জি ট্রফিতে অভিষেক ম্যাচে বারোদার বিপক্ষে ৭১ বলে ৫২ রানের ইনিংস খেলেন।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’ বলছে, আগামী রোববার (২০ এপ্রিল) মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে খেলবে চেন্নাই। সেই ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দেবেন মহাত্রে। একাদশে থাকা হবে কি না, তা এখনো নিশ্চিত নয়। তবে মহাত্রে এই ওয়াংখেড়েইতেই খেলে আসছেন।
মুম্বাইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটে ৯ টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন মহাত্রে। এরমধ্যে আছে জোড়া সেঞ্চুরি ও একটি হাফসেঞ্চুরি। তিনি খেলেছেন ৭ টি লিস্ট-এ ম্যাচ। নাগাওল্যান্ডের বিরুদ্ধে ১৮১ রান ও সৌরাষ্ট্রের বিরুদ্ধে করেছিলেন ১৪৮ রান।
এমএইচ//