গাজায় ইসরাইলি হত্যাযজ্ঞের প্রতিবাদে পাকিস্তান-তুরষ্কে লাখো মানুষের বিক্ষোভ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি হামলার নিন্দা ও ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশে ঢাকায় ‘মার্চ ফর গাজা’ বিক্ষোভের পর এবার পাকিস্তান ও তুরষ্কের লাখো মানুষও রাস্তায় নেমেছেন।
পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়, রোববার(১৩ এপ্রিল) পাকিস্তানের করাচির রাস্তায় কয়েক লাখ পাকিস্তানি জড়ো হয়েছিলেন। ফিলিস্তিনের পতাকার পাশাপাশি হামাস নেতাদের ছবি নিয়ে রাস্তায় নেমে ইসরাইলি আগ্রাসনের নিন্দা জানান তারা। উত্তেজিত জনতা ‘লাব্বাইক ইয়া গাজা’ ও ‘লাব্বাইক ইয়া আকসা’বলে স্লোগান দেয়।
এই বিক্ষোভে হাজার হাজার নারী, অনেকে বোরকা পরা অবস্থায় এবং অনেকেই তাদের শিশু সন্তান নিয়ে অংশ নেন। শুধু মুসলমান নয়, খ্রিস্টান ও হিন্দু সম্প্রদায়ের সদস্যরাও এই সমাবেশে যোগ দেন।
বিক্ষোভের সময় সড়কজুড়ে ছিল ‘গাজায় বোমাবর্ষণ বন্ধ করো’, ‘ইসরাইল নিপাত যাক’ এবং ‘গাজায় গণহত্যা – মুসলিম বিশ্ব লজ্জিত হও’ লেখা বিশাল ব্যানার। শিক্ষার্থীদের কাঁধে ছিল একটি ১০০ ফুট দীর্ঘ ফিলিস্তিনি পতাকা, যা বিক্ষোভের অন্যতম আকর্ষণ হয়ে দাঁড়ায়।
অন্যদিকে, ইসরাইলি হামলার নিন্দা ও ফিলিস্তিনিদের সংহতি প্রকাশে তুরস্কের বিভিন্ন প্রদেশের হাজারো মানুষ বিক্ষোভ করেছেন।
তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির খবরে বা হয়, ইস্তাম্বুলের বেয়াজিত স্কয়ারে বিক্ষোভ মিছিলের জন্য শত শত লোক জড়ো হয়। স্থানীয় সময় দুপুর ২টায় বিক্ষোভ মিছিল শুরু হয়। অংশগ্রহণকারীরা তুরস্ক এবং ফিলিস্তিনি পতাকা নেড়ে ‘খুনি ইসরাইল, ফিলিস্তিন থেকে বেরিয়ে যাও’ স্লোগান দিয়ে মিছিল করে।
আঙ্কারায় মার্কিন দূতাবাসের সামনেও বিক্ষোভ করেছে আঙ্কারা প্যালেস্টাইন সলিডারিটি প্ল্যাটফর্মের সদস্যরা।
আঙ্কারার তুগবা আলতিনোক কুকুরম্বার সেন্ট্রাল মসজিদের সামনে জড়ো হয়ে তারা ‘শিশু-হত্যাকারী ইসরাইল’ এবং ‘গাজায় মানুষ মারা যাচ্ছে, বিশ্বব্যাপী মানবতা মরছে’ লেখা ব্যানারে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে স্লোগান দেয়।
এমআর//