রঙিন শোভাযাত্রা আর গানে-নৃত্যে স্টামফোর্ডে বৈশাখ বরণ

নববর্ষের আনন্দে রচিত হলো মানবিকতার সুর- "উৎসবে আনন্দে রচি মানবিক পৃথিবীর গান" প্রতিপাদ্যকে সামনে রেখে রঙিন শোভাযাত্রা, বৈশাখী মেলা ও সাংস্কৃতিক আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করল স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ।
সোমবার (১৪ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে আয়োজনের সূচনা হয় উপাচার্য অধ্যাপক ড. মনিরুজ্জামানের স্বাগত বক্তব্যের মাধ্যমে।
এরপর সকাল ৯টায় শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে বের হয় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। ক্যাম্পাস ঘুরে শোভাযাত্রাটি শেষ হয় বাস্কেটবল গ্রাউন্ডে।
শোভাযাত্রা শেষে উপাচার্য ড. মনিরুজ্জামান উদ্বোধন করেন বৈশাখী মেলার স্টল। এরপর পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। দিনব্যাপী এ আয়োজনে মুখর ছিল ক্যাম্পাস, দুপুর ১টায় সম্পন্ন হয় নববর্ষ উদযাপনের আনুষ্ঠানিকতা।
এসি//