আন্তর্জাতিক

যে কারণে রাশিয়া যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

গেলো শনিবার ওমানের রাজধানী মাস্কটে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে বৈঠক করে ইরান। আর এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে চলতি সপ্তাহে রাশিয়া যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগছি।

সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। এ সফরে ইরানি পররাষ্ট্রমন্ত্রী দেখা করবেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানান, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগছির সফর পুর্বেই ঠিক করা ছিলো। কিন্তু এ সফরে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে বৈঠকের বিষয়ে রাশিয়ার সঙ্গে আলোচনা হবে।

ওমানে প্রথম দফা বৈঠকের পর আগামী শনিবার ইতালির রাজধানী রোমে ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফায় বৈঠক হতে পারে। 

 

এনএস/    

এ সম্পর্কিত আরও পড়ুন