মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আব্দুল্লাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আহমদ বাদাবী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় রাজধানী কুয়ালালামপুরে ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে (আইজেএন) মারা যান ৮৫ বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রী। খবর রয়টার্স।
আব্দুল্লাহ আহমাদ বাদাবি জামাতা ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী খাইরি জামালউদ্দিন সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে মৃত্যুর খবর জানিয়েছেন।
কুয়ালালামপুরের জাতীয় হার্ট ইনস্টিটিউট এক বিবৃতিতে বলেছে, শ্বাস-প্রশ্বাসের সমস্যা নিয়ে রোববার (১৩ এপ্রিল) জাতীয় হার্ট ইনস্টিটিউটে ভর্তি হন সাবেক প্রধানমন্ত্রী। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাৎক্ষণিকভাবে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয় তাকে। সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
আধুনিক মালয়েশিয়ার স্থপতি মাহাথির মোহাম্মদ ২২ বছর ক্ষমতায় থাকার পর ২০০৩ সালে পদত্যাগ করেন। এরপর আব্দুল্লাহ দেশটির পঞ্চম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার শাসনামলে মুসলিম-সংখ্যাগরিষ্ঠ মালয়েশিয়ায় দুর্নীতির বিরুদ্ধে জোরালো অভিযান পরিচালিত হয়।
এমএ//