জাতীয়

ই-বাইক পাচ্ছেন পোস্টম্যানরা

ছবি: সংগৃহীত

বাংলাদেশে ডাক বিভাগের সেবার মান বাড়ানোর জন্য পোস্টম্যানদের সময় বাঁচাতে দেওয়া হবে ইলেকট্রিক বাইক (ই-বাইক)।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে ঢাকার জিপিওতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব আনুষ্ঠানিকভাবে ই-বাইকের উদ্বোধন করবেন।

আধুনিক প্রযুক্তি ও সরকারি-বেসরকারি অংশীদারত্বের মাধ্যমে দেশের ডাক ও পার্সেল ডেলিভারি ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা যায়।

এর আগে, গেলো রোববার (১৩ এপ্রিল) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব ফেসবুক পোস্টে এ তথ্য জানান।

তার ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো-

বাংলাদেশ ডাক বিভাগের সেবার মান বাড়ানোর জন্য কয়েকটি পদক্ষেপ শুরু করা হয়েছে-

১। রানার বা পোস্টম্যানদের সময় বাঁচানোর জন্য ই-বাইক বরাদ্দ।

২। পোস্টাল অ্যাড্রেস ডিজিটাইজেশন এবং অ্যাড্রেস এর বিপরীতে জিও লোকেশন ম্যাপিং করা।

৩। ডাক বিভাগের সাথে বেসরকারি কুরিয়ার এবং পারসেল সার্ভিস প্রদানকারী কোম্পানি গুলোর এমওইউ সাইন করে আরবান পারসেল ডিস্ট্রিবিউশনের সাথে সাথে রুরাল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক তৈরি করা। ডাক বিভাগ গ্রামীণ অঞ্চলে পার্সেল ডিস্ট্রিবিউশনে শক্তিশালী, অন্যদিকে বেসরকারি পার্সেল সার্ভিস প্রোভাইডার কোম্পানিগুলো শহরে শক্তিশালী। এ দুয়ের কম্বিনেশন দেশের পার্সেল ডেলিভারি নেটওয়ার্ক কে শক্তিশালী করবে বলে আশা করি।

বিকাশমান ই-কমার্সকে সারাদেশে ছড়িয়ে দিতে শহর ও গ্রামের ঘরে ঘরে অতি দ্রুত পৌঁছতে সক্ষম এমন একটি পার্সেল ডেলিভারি ব্যবস্থা দরকার।

পাশাপাশি আসন্ন আমের মৌসুমে ডাক বিভাগকে কীভাবে কাজে লাগানো যায় তার জন্য আমরা পরিকল্পনা তৈরি করছি।

আপনাদের যেকোনো পরামর্শ এবং মতামতের জন্য অগ্রিম ধন্যবাদ জানাই।

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন