আন্তর্জাতিক

হার্ভাড বিশ্ববিদ্যালয়ের ২ বিলিয়ন ডলারের অর্থসহায়তা বন্ধ করলো ট্রাম্প

ছবি: বিবিসি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি না মানায় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জন্য রাখা ২২০ কোটি ডলার ফ্রিজ করেছে মার্কিন প্রশাসন। মঙ্গলবার (১৫ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানায় বিট্রিশ সংবাদমাধ্যম বিবিসি

মার্কিন প্রশাসন বিশ্ববিদ্যালয়ের কাছে একগুচ্ছ দাবি উপস্থাপন করেছিলো। এগুলোর মধ্যে বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া এবং ভর্তি প্রক্রিয়ায় পরিবর্তন আনার কথা বলা হয়েছিল। হোয়াইট হাউসের ভাষ্যমতে, ক্যাম্পাসে ইহুদিবিদ্বেষ মোকাবিলার লক্ষ্যে তারা এসব দাবি জানিয়েছিল।

হোয়াইট হাউজের এ দাবিগুলো প্রত্যাখ্যান করে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর কয়েক ঘণ্টার মধ্যেই বিশ্ববিদ্যালয়টির কেন্দ্রীয় তহবিল স্থগিত করার কথা জানিয়ে দেয় ট্রাম্প প্রশাসন। এসময় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ছয় কোটি ডলারের একটি চুক্তিও স্থগিত রাখে ট্রাম্প প্রশাসন।

হার্ভার্ডের প্রেসিডেন্ট অ্যালান গারবার এক খোলা চিঠিতে বলেন, সরকারের এই দাবি ‘হার্ভার্ড সম্প্রদায়ের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রচেষ্টা’ এবং একটি বেসরকারি জ্ঞানকেন্দ্রের ‘মূল্যবোধ ও স্বাধীনতার প্রতি হুমকি’।

গারবার আরও বলেন, ‘এই ধরনের হস্তক্ষেপ নজিরবিহীন এবং ফেডারেল সরকারের এখতিয়ারের বাইরে।কোনও সরকার বেসরকারি বিশ্ববিদ্যালয়কে নির্দেশ দিতে পারে না তারা কী পড়াবে, কাকে ভর্তি বা নিয়োগ দেবে, এবং কী নিয়ে গবেষণা বা অনুসন্ধান চালাবে।’

হার্ভার্ডের প্রেসিডেন্ট একটি চিঠি পাঠানোর পর যুক্তরাষ্ট্রের শিক্ষা দপ্তর এক বিবৃতিতে ঘোষণা করে যে, তারা হার্ভার্ডের জন্য ২.২ বিলিয়ন ডলার অনুদান এবং ৬০ মিলিয়ন ডলারের চুক্তি তাৎক্ষণিকভাবে স্থগিত করছে।

বিবৃতিতে উল্লেখ করা হয় যে, সাম্প্রতিক বছরগুলোতে ক্যাম্পাসে শিক্ষার কার্যক্রমে যে বিঘ্ন ঘটছে, তা অগ্রহণযোগ্য। ইহুদি শিক্ষার্থীদের হয়রানি মেনে নেওয়া যায় না। 

বিবৃতিতে আরও বলা হয়, বড় বিশ্ববিদ্যালয়গুলোর উচিত সমস্যাগুলোকে গুরুত্ব সহকারে বিবেচনা করা যদি তারা সরকারি সাহায্য পাওয়ার সুযোগ ধরে রাখতে চায়।

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন