এসএসসি পরীক্ষা দিচ্ছে সেই ১৩ শিক্ষার্থী

কক্সবাজারের উখিয়ায় দালালচক্রের কাছে প্রতারিত হয়ে এসএসসি পরীক্ষা দিতে না পারা হলদিয়াপালং আদর্শ বিদ্যাপীঠের সেই ১৩ জন শিক্ষার্থী অবঃশেষে পরীক্ষা দিতে পেরেছেন। এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে অংশ নিতে পেরে অবশেষে হাসি ফুটেছে এসব শিক্ষার্থীদের।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হোসেন চৌধুরী।
তিনি বলেন, দালালচক্রের হাতে পড়ে উখিয়া উপজেলার হলদিয়াপালং আদর্শ বিদ্যাপীঠের ১৩জন এসএসসি পরীক্ষার্থী প্রবেশপত্র না পাওয়ায় পরীক্ষায় অংশ নিতে পারেনি। এ ঘটনায় কক্সবাজার জেলা প্রশাসকের প্রচেষ্টায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের মাধ্যমে যাবতীয় কার্যক্রম সম্পন্ন করে পরীক্ষার প্রবেশপত্র শিক্ষার্থীদের হাতে হাতে পৌঁছে দেয়া হয়েছে। ফলে দ্বিতীয় পরীক্ষা থেকে অংশগ্রহণের সুযোগ পাবেন সেই ১৩ শিক্ষার্থী।
দ্বিতীয় পরীক্ষা থেকে অংশগ্রহণের সুযোগ পেয়ে পরীক্ষার্থী ও অভিভাবকরা বলেন, দায়িত্বশীলদের সহযোগিতা না পেলে তাদের সন্তানদের একটি বছর হারিয়ে যেতো। তবে প্রতারণার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
এর আগে গত ১০ এপ্রিল প্রতারিত হয়ে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে না পেরে হলদিয়াপালং আদর্শ বিদ্যাপীঠের বাইরে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও বিদ্যালয় ভাঙচুরের চেষ্টা করে শিক্ষার্থীদের স্বজন ও বিক্ষুব্ধ স্থানীয় লোকজন। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইউনুসকে আটক করা হয়।
আই/এ