বন্যার শঙ্কায় তিন অধিদপ্তরের ছুটি বাতিল

সুনামগঞ্জে ১৮ এপ্রিল থেকে ভারি বৃষ্টিপাতের শঙ্কায় হাওরের শতভাগ ধান কাটা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড ও কৃষি অধিদপ্তরের সকল কর্মকর্তা ও কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে।
সোমবার (১৫ এপ্রিল) বিকেলে সুনামগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া এ তথ্য জানান।
তিনি বলেন, '১৮ এপ্রিল থেকে সুনামগঞ্জে সপ্তাহব্যাপী ভারী বৃষ্টিপাতের শংঙ্কা রয়েছে। এতে হাওরের ধান অনেক ঝুঁকির মধ্যে রয়েছে। তাই কৃষকদের প্রতি অনুরোধ ধান পাকা মাত্রই দ্রুত কাটুন। '
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বলেন, 'সুনামগঞ্জ ও ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টির শঙ্কা থাকায় সুনামগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। ক্ষতি এড়াতে কৃষকদের দ্রুত ধান কাটার পরামর্শ দেওয়া হচ্ছে। সব পক্ষকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।'
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোস্তফা ইকবাল আজাদ বলেন, ধান এখনো পুরোপুরি পাকেনি তবে এ পর্যন্ত জেলায় মাত্র ৮.১ শতাংশ ধান কাটা সম্পন্ন হয়েছে। এখন পর্যন্ত ১৩ হাজার ৫৯৫ হেক্টর জমির ধান কাটা হয়েছে এবং হাওরে ১৫০টি কম্বাইন হারভেস্টার ধান কাটার কাজ করছে।
আই/এ