মারা গেছেন পোপ ফ্রান্সিস, শোকাচ্ছন্ন ভ্যাটিকান

ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস আর নেই। সোমবার (২১ এপ্রিল) ভ্যাটিকানের কাসা সান্তা মার্তায় নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ভ্যাটিকান।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা বিবিসি’র প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়েছে, পোপের মৃত্যুতে শোক জানিয়ে এক বিবৃতিতে কার্ডিনাল কেভিন ফারেল বলেন, ‘প্রিয় ভাই ও বোনেরা, গভীর দুঃখের সাথে আমাদের পবিত্র পিতা ফ্রান্সিসের মৃত্যু ঘোষণা করছি।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘তিনি আমাদেরকে আনুগত্য, সাহস এবং সর্বজনীন ভালোবাসার মাধ্যমে গসপেলের মূল্যবোধকে বাঁচিয়ে রাখতে শিখিয়েছেন। বিশেষ করে দরিদ্র ও প্রান্তিকদের জন্য তার অবদান ছিল অনন্য।’
কার্ডিনাল ফারেল আরও বলেন, ‘প্রভু যীশুর একজন সত্যিকারের শিষ্য হিসেবে পোপ ফ্রান্সিস যে উদাহরণ রেখে গেছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ। আমরা তার আত্মাকে ত্রিত্ব ঈশ্বরের অনন্ত করুণায় সমর্পণ করি।’
এর আগে ভ্যাটিকান সূত্রে জানানো হয়েছিল, পোপ ফ্রান্সিসের শারীরিক অবস্থা সংকটাপন্ন। চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছিলেন তাকে।
২০১৩ সালে পোপ হিসেবে দায়িত্ব নেয়া ফ্রান্সিস ছিলেন ইতিহাসের প্রথম লাতিন আমেরিকান পোপ। তার সময়কালে তিনি ক্যাথলিক চার্চে সংস্কারের ধারা এবং দরিদ্রবান্ধব অবস্থান নিয়ে বিশ্বব্যাপী প্রশংসিত হন।
সূত্র: বিবিসি
এসি//