অর্থনীতি

মডেল মেঘনার ব্যাংক হিসাব তলব

মডেল মেঘনা আলমের যাবতীয় ব্যাংক হিসাব তলব করেছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক খাতের গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। ব্যাংক হিসাবের তথ্য চেয়ে সকল ব্যাংকের কাছে চিঠি পাঠিয়েছে সংস্থাটি।

চিঠিতে বলা হয়েছে, মেঘনা আলমের ব্যক্তিগত তথ্য (দলিল যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী) চিঠি দেওয়ার তারিখ থেকে সাত কার্যদিবসের মধ্যে পাঠাতে হবে।

এর আগে গেলো ৯ এপ্রিল রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে মেঘনা আলমকে আটক করে ডিবি পুলিশ। পরদিন তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে উপস্থাপন করে মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবির আবেদনের পরিপ্রেক্ষিতে মহানগর হাকিম মো. সেফাতুল্লাহ বিশেষ ক্ষমতা আইনে মেঘনাকে ৩০ দিন কারাগারে আটক রাখার আদেশ দেন।

এরপর প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে গেলো ১৫ এপ্রিল মেঘনা, দেওয়ান সমিরসহ অজ্ঞাতনামা দুই-তিনজনের বিরুদ্ধে মামলা করে ধানমন্ডি মডেল থানা পুলিশ। মামলায় বলা হয়, মডেল মেঘনা আলম, দেওয়ান সমিরসহ অজ্ঞাতপরিচয় আসামিরা জনৈক কূটনীতিকের কাছে পাঁচ মিলিয়ন ডলার অর্থ দাবি করেছেন। যদিও মামলার এজাহারে কূটনীতিকের নাম উল্লেখ করা হয়নি।

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন