গাজায় ইসরাইলি হামলা অব্যাহত, নিহত আরও ৩৯

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গেলো ২৪ ঘণ্টায় দখলদার ইসরাইলি বাহিনীর বিমান হামলায় কমপক্ষে আরও ৩৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৬৩ জন।
সোমবার (২১ এপ্রিল) তুরষ্কভিত্তিক বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয় গাজার গাজা উপত্যকায় বর্বর ইসরাইলি বাহিনীর হামলায় একদিনে নিহত হয়েছেন অন্তত ৩৯ জন। এ নিয়ে উপত্যকাটিতে মোট নিহতের সংখ্যা ৫১ হাজার ২৪০ জনে দাঁড়িয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এ হামলায় আহত হয়েছেন অন্তত ৬৩ জন। ফলে সংঘাত শুরু থেকে আহতের সংখ্যা দাঁড়িয়েছে হয়েছে আরও ১ লাখ ১৬ হাজার ৯৩১ জনে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গেলো ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে শুরু হওয়া ইসরাইলি বিমান হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৮৬৪ ফিলিস্তিনি নিহত এবং আরও প্রায় ৪ হাজার ৯০০ জন আহত হয়েছেন। দখলদার ইসরাইলের বর্বর এই হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে দিয়েছে।
এর আগে ২০২৩ সালের ৭ অক্টোবর দখলদার ইসরাইলের অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা। এলোপাতাড়ি গুলি চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যার পাশাপাশি ২৫১ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা।
জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। ১৫ মাসেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী অন্যান্য দেশগুলোর চাপে বাধ্য হয়ে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরাইল।
তবে দুইমাসের মধ্যে যুদ্ধবিরতি বানচাল করে গেলো ১৮ মার্চ থেকে ফের গাজায় সামরিক অভিযান শুরু করে আইডিএফ। দ্বিতীয় দফার এ অভিযানে গাজায় নিহত হয়েছেন দেড় হাজারেরও বেশি ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও বহুসংখ্যক।
এমএ//