অর্থনীতি

আর্থিক প্রতিষ্ঠানে এসি ব্যবহারের নতুন নির্দেশনা

বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এসি ব্যবহারের ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (২১ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, , গ্রীষ্মকাল ও সেচ মৌসুম একসঙ্গে চলায় বিদ্যুতের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এই অবস্থায় এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি বা তার ওপরে রাখলে বিদ্যুতের চাপ কিছুটা লাঘব হবে।

এর আগে চলত বছরের ফেব্রুয়ারি মাসে দেশের সব অফিস আদালত ও প্রতিষ্ঠানে এসি তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপর রাখতে নির্দেশনা দেয় সরকার।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এই পরিপত্র পরিপালন করে ১৩ এপ্রিল এসির তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে ব্যাংকগুলোকে নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক।

তারই ধারাবাহিকতায় এবার আর্থিক প্রতিষ্ঠানগুলোকে একই নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনটি দেখতে এখনে ক্লিক করুন

এমএ//

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন