জাতীয়

সাগর-রুনি হত্যা মামলা

নথি পুড়েছে বলে রাষ্ট্রপক্ষের দাবি, পুলিশ বলছে ‘ঠিক নয়’

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার কিছু নথি ডিবি কার্যালয়ে আগুনে পুড়ে গেছে- এমন তথ্য মঙ্গলবার (২২ এপ্রিল) হাইকোর্টে উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ। বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পর ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) জানায়, তথ্যটি সঠিক নয়। তারা জানিয়েছেন, মামলার কোনো নথি আগুনে নষ্ট হয়নি।

মঙ্গলবার (২২ এপ্রিল)  ডিএমপির ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, ডিবির নথি পুড়ে যাওয়ার কোনো তথ্য আদালতে উপস্থাপন করা হয়নি। অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল আরসাদুর রউফ আদালতে বলেছেন, ডিবির অধিকাংশ কর্মকর্তা বদলি হয়ে যাওয়ায় পুরনো নথিপত্র খুঁজে পেতে সময় লাগছে। এজন্য রাষ্ট্রপক্ষ থেকে নয় মাস সময় চাওয়া হয়েছিল।

তিনি আরও জানান, আদালত উভয় পক্ষের শুনানি শেষে তদন্ত প্রতিবেদন জমার জন্য ছয় মাস সময় মঞ্জুর করেছেন।

পিবিআই-ও ডিএমপির বক্তব্যের সঙ্গে একমত। সংস্থাটির মিডিয়া শাখা থেকে জানানো হয়, ‘গণমাধ্যমে যে নথি পুড়ে যাওয়ার খবর এসেছে, তা সঠিক নয়। আগুনে কোনো নথি পুড়েছে এমন কথা আদালতে বলা হয়নি। কেবল নথি খুঁজে পেতে সময় লাগছে বলা হয়েছে।’

উল্লেখ্য, মঙ্গলবার (২২ এপ্রিল) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে মামলার শুনানি হয়। এতে তদন্ত শেষ করতে ছয় মাস সময় পায় তদন্ত সংস্থা।

প্রসঙ্গত, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় নির্মমভাবে খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। এ ঘটনায় রুনির ভাই নওশের আলম শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করছে ডিবি।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন