অপরাধ

খুঁজে পাওয়া গেছে পলকের হারানো সোয়েটার

আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে কারাগারে নিজের দুটি সোয়েটার হারিয়ে যাওয়ার অভিযোগ তুলেছিলেন সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক। তিনি জানিয়েছিলেন, আগামী শীত পর্যন্ত কারাগারে থাকতে হলে শীতের কাপড়, বিশেষত সোয়েটার প্রয়োজন।

সোমবার (২১ এপ্রিল) পলকের আইনজীবী এ বিষয়টি গণমাধ্যমে জানান। 

কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক আবদুল্লাহ আল মামুন বলেন, পলকের জামাকাপড় একটি ব্যাগে রাখা ছিল এবং তা হারিয়ে যায়নি।

তিনি জানান, জামাকাপড়টি মালিক চিহ্নিত না হওয়ায় স্টোরে রাখা হয়েছে।

পরে তদন্তে জানা যায়, সম্প্রতি পলকের স্ত্রী কারাগারে সাক্ষাৎ করতে গিয়ে তার শীতের কাপড় নিরাপত্তারক্ষীর কাছে স্ত্রীর হাতে দিতে দেন। অসাবধানতাবশত ব্যাগটি পড়ে যায় এবং কারারক্ষীরা সাক্ষাৎ শেষে তা স্টোররুমে রেখে দেয়।

আদালতে অভিযোগ ওঠার পর বিষয়টি নিয়ে কারা তত্ত্বাবধায়ক জানান, পলক উদ্ভট দাবি করে আলোচনায় থাকতে চান, সোয়েটার হারানোর অভিযোগও তার একটি উদাহরণ। কারাগারে বন্দির কোনো মালামাল হারানোর সুযোগ নেই।

প্রসঙ্গত, জুনাইদ আহ্‌মেদ পলক গত বছরের ১৪ আগস্ট গ্রেপ্তার হন এবং তার বিরুদ্ধে ছয়টি মামলায় ৫৮ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

 

এসি//

 

এ সম্পর্কিত আরও পড়ুন