ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মামলা

দুই শতাধিক কোটি ডলারের বরাদ্দ কাটছাঁট প্রস্তাবের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বোস্টনের ফেডারেল আদালতে এই মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এসব তথ্য জানিয়েছে।
মামলার বিবরণে বলা হয়, 'ফেডারেল তহবিল স্থগিতের মাধ্যমে সরকার হার্ভার্ডকে নিয়ন্ত্রণ করতে চায়। ট্রাম্প প্রশাসনের এই উদ্যোগ অবৈধ। এটি বিশ্ববিদ্যালয়ের মত প্রকাশের স্বাধীনতা লঙ্ঘন করে।
জানা যায়, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দায়ের করা মামলায় মার্কিন সরকারের কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্থার নাম উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে শিক্ষা, স্বাস্থ্য, বিচার, জ্বালানি বিভাগ এবং সাধারণ পরিষেবা প্রশাসন।
এর আগে গেলো মঙ্গলবার (১৫ এপ্রিল) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি না মানায় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জন্য রাখা ২২০ কোটি ডলার ফ্রিজ করার নির্দেশ দেন মার্কিন প্রশাসন।
তবে মার্কিন প্রশাসন বিশ্ববিদ্যালয়ের কাছে একগুচ্ছ দাবি উপস্থাপন করেছিলো। এগুলোর মধ্যে বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া এবং ভর্তি প্রক্রিয়ায় পরিবর্তন আনার কথা বলা হয়েছিল। হোয়াইট হাউসের ভাষ্যমতে, ক্যাম্পাসে ইহুদিবিদ্বেষ মোকাবিলার লক্ষ্যে তারা এসব দাবি জানিয়েছিল।
হোয়াইট হাউজের এ দাবিগুলো প্রত্যাখ্যান করে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর কয়েক ঘণ্টার মধ্যেই বিশ্ববিদ্যালয়টির কেন্দ্রীয় তহবিল স্থগিত করার কথা জানিয়ে দেয় ট্রাম্প প্রশাসন। এসময় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ছয় কোটি ডলারের একটি চুক্তিও স্থগিত রাখে ট্রাম্প প্রশাসন।
এমএ//