খেলাধুলা

যে কারণে এ বছর হচ্ছে না সাফ চ্যাম্পিয়নশিপ

চলতি বছরের জুলাইয়ে সাফ চ্যাম্পিয়নশীপের ১৫তম আসর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ভেন্যু ও স্পন্সরশিপ জটিলতার কারণে টুর্নামেন্টটির আয়োজন নিয়ে সৃষ্টি হয়েছিলো শঙ্কা। তবে আজ আকস্মিকভাবেই ২০২৬ সাল পর্যন্ত এবারের আসর স্থগিত করার কথা জানিয়েছে দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ)।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ)।

বিবৃতিতে সাফ জানিয়েছে, , হোম-অ্যাওয়ে ফরম্যাটে সাফ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই অনুযায়ী প্রস্তুতি চলছিল। তবে সাফের সদস্য দেশগুলো এবং মার্কেটিং পার্টনার স্পোর্টস ফাইভ মনে করে এই ফরম্যাটের জন্য আরও প্রস্তুতির প্রয়োজন রয়েছে। তাই সাফ সিদ্ধান্ত নিয়েছে ২০২৬ সাল পর্যন্ত টুর্নামেন্ট স্থগিত করার।’

সাফের বিজ্ঞপ্তিতে হোম-অ্যাওয়ের কথা বলা হলেও এবারের আসর কেন্দ্রীয় ভেন্যু শ্রীলঙ্কায় সাফ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আগের মতোই কেন্দ্রীয় ভেন্যুতে করে এরপর হোম ওর অ্যাওয়ে যাওয়ার পরিকল্পনা ছিল সাফ কর্তৃপক্ষের। সেখানে এবার অনেকটা আকস্মিকভাবেই সাফ স্থগিতের ঘোষণা আসল।

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন