এমন শাস্তি দেব, কল্পনাও করতে পারবে না: হুমকি মোদির

ভারতের জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় জড়িত সন্ত্রাসীরা এমন শাস্তি পাবে যা তারা কল্পনাও করতে পারবে না বলে কড়া বার্তা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বৃহস্পতিবার ( ২৪ এপ্রিল) বিহারের মধুবনীতে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে অপরাধীদের উদ্দেশ্যে তিনি এ বার্তা দেন।
নরেন্দ্র মোদি বলেন, সন্ত্রাসের আশ্রয়স্থল ধ্বংস করার সময় এসেছে। প্রত্যেক সন্ত্রাসীকে খুঁজে বের করে ভয়াবহ শাস্তি দেওয়ার হবে।
ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, ভারত প্রতিটি সন্ত্রাসী এবং তাদের সমর্থকদের চিহ্নিত করবে। তাদের শাস্তি দেবে।
মোদি বলেন, এই হামলায় কেউ নিজের ছেলেকে হারিয়েছেন, কেউ নিজের জীবনসঙ্গীকে হারিয়েছেন, কেউ আবার নিজের ভাইকে হারিয়েছেন। শত্রুরা শুধুই কিছু পর্যটকদের ওপর হামলা করেনি, তারা ভারতের আত্মার ওপরেও আঘাত আনার চেষ্টা করেছে।
তিনি বলেন, পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত তাদের তাড়া করা হবে। সন্ত্রাসবাদের মাধ্যমে কখনো ভারতের চেতনা ভাঙা যাবে না।
প্রসঙ্গত, গেলো মঙ্গলবার (২২ এপ্রিল) জম্মু কাশ্মীরে পেহেলগাম অঞ্চলের অনন্তনাগ জেলায় ভারত শাসিত জম্মু কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ২ বিদেশিসহ ২৬ জন পর্যটক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ জন। হামলাকারীরা সেনাবাহিনীর ছদ্মবেশে একদল পর্যটকের ওপর অতর্কিত আক্রমণ করে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, ট্রেকিং অভিযানে অংশ নিতে একটি পর্যটক দল সেখানে গিয়েছিলো। এসময় আচমকা গুলি চালায় অজ্ঞাত অস্ত্রধারীরা।
হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধ ঘোষিত লস্কর-ই-তৈয়বার উপধারা হিসেবে পরিচিত ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’।
এমএ//